আশাশুনির গদাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম বারের সভাপতি চেয়ারম্যান ডালিম
স্টাফ রিপোর্টার।।
আশাশুনির খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গদাইপুর জেহের আলী
মাধ্যমিক বিদ্যালয়টির লেখাপড়ার মানোউন্নয়নসহ সাবির্ক উন্নয়নের লক্ষ্যে
বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়মিত কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার( ২ এপ্রিল) গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোরের পত্র সুত্রে জানা যায়,গদাইপুর জেহের
আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়মিত কমিটি গঠন
সম্পন্ন হয়েছে। যার স্মারক নং-বিঅ/৪৯৭০/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৮৮৩৮
তারিখ ১৫ মার্চ ২০২২। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর’র
বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট
বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন অনুমোদন করা হয়।
খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন
সম্পাদক আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিম কে সভাপতি,সহকারী শিক্ষক কমলেশ
সানা,শেখ কামরুল ইসলাম সাধারন শিক্ষক সদস্য,সহকারী শিক্ষক শিপ্রা রাণী
বৈরাগী সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য,অঞ্জয় কুমার মন্ডল,মোঃ
ছায়ফুজ্জামান,ধীরাজ সানা,মোঃ মনিরুল ইসলাস অভিভাবক সদস্য,মোছাঃ বিউটি
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য,আলহাজ¦ মোঃ আবুল হোসেন প্রতিষ্ঠাতা
সদস্য,আলহাজ¦ নুর আহম্মদ মোল্যা দাতা সদস্য ও প্রধান শিক্ষক কল্যান কুমার
গাইনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক কল্যান কুমার গাইন জানান,পহেলা মার্চ আশাশুনি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্য্যালয়ে অত্র প্রতিষ্ঠানটির
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এসএম
শাহনেওয়াজ ডালিমের নামে একক আবেদনপত্র জমা হয়। আর কোন আবেদনপত্র জমা না
হওয়ায়া বিনা প্রতিদদ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সমস্ত
অভিভাবকদের সর্বস্মত্তিক্রমে অন্য সদস্যরা নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান,এবার দিয়ে
আমি ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটির টানা ৯মবারের মত সভাপতি নির্বাচিত হয়েছি।
আমি পূর্বে সভাপতি থাকাকালীন বালু দ্বারা খেলার মাঠ ভরাট,বিদ্যালয়ের
প্রবেশ গেট নির্মান,ওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম স্থাপন,নতুন ভবন
নির্মান,বিদ্যালয়ের সংস্কার কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করেছিলাম।
তারই ধারাবাহিকতায় সচেতন অভিভাবকগন আবারও আমাকে সভাপতি মনোনিত করেছেন।
আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সচেষ্ট থাকব।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মান,ভবন
সম্প্রসারন,ভৌত অবকাঠামোগত সংস্কার,শিক্ষার্থীদের মানসম্মত টয়লেট
নির্মানের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিস,নবগঠিত ম্যানেজিং কমিটির
সদস্যদের দৃষ্টি আর্কষন করেছেন।
Leave a Reply