নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শহরের মিনি মার্কেট এলাকায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুব সংহতি, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পির সভাপত্বিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুব সংহতির নেতা ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাবেক সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের। এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, মো. মইদুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, এম এম রানা, রহিম, মনা, লাল্টু, সহ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
Leave a Reply