আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে বুধহাটা ইউনিয়নের চাপড়া বাস স্ট্যান্ড থেকে চাল প্রদান করা হয়। এ সময় সমাজের হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ টাকা কেজি দরে চাল সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম সেখানে হাজির হন। এসময় উপস্থিত উপকারভোগীরা ওজনে কম দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। উপকারভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ডিলার সিদ্দিককে প্রত্যেকের কার্ড অনুযায়ী প্রতি কেজি ১০ টাকা দরে ৩০০ টাকায় ৩০ কেজি করে চাল বুঝিয়ে দেয়ার কথা বলেন। ওজনের যাহাতে সমস্যা না হয় সেজন্য তিনি সাধারণের কথা বিবেচনা করে জনসাধারণের জন্য নিজস্ব অর্থায়নে ওজন মাপার ডিজিটাল মেশিন প্রদান করেন। এসময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার থেকে কেউ যেন বঞ্চিত না হয় এবং ওজনে কোনো ফাঁকি না দিতে পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চাল বিতরণকারী ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানান। এসময় উপকারভোগীরা উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কে অভিনন্দন জানান।ডিলার সিদ্দিকের মাধ্যমে উদ্বোধনী দিনে ইউনিয়নের ১,২,৩,৮ ও ৯ ওয়ার্ডের ১১৭৩ জন কার্ডধারীকে ৩০০ টাকার বিনিময়ে ৩০ কেজি করে চাল প্রদান কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, ট্যাগ অফিসার ও ইউপি সদস্য বৃন্দ।
Leave a Reply