ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে রমজানে নিত্যপণ্যের দাম আরও বাড়বে বলে মনে করছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ক্যাব-এর উদ্যোগে অসাধু, মুনাফাখোর ও মজুতদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যাপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে এমন কথা জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব এর সহ-সভাপতি এসএম নাজের হোসাইন, ক্যাব এর সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল এম সামস এ খান (অবঃ)। এছাড়াও মানববন্ধনে আরও যাঁরা বক্তব্য প্রদান করেন তাঁরা হলেন: বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্যাবের য্গ্মু সম্পাদক ডাঃ মোঃ শাহনেওয়জ চৌধুরী প্রমুখ।
এসময় নাজের হোসাইন বলেন, করোনায় মানুষের আয়-রোজগার কমে গেছে। কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবাসায়ীদের কারণে দাম বাড়ানোর প্রতিযোগীতা বন্ধ হয়নি। লকডাউনে দ্রব্যমূল্যের না বাড়লেও পরবর্তী সময়ে প্রতিযোগীতা করে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল থেকে শুরু করে দাম বাড়েনি এমন কোন পণ্যের তালিকা পাওয়া যাবে না।
তিনি বলেন, আমরা এখানে কয়েকজন মাত্র দাঁড়িয়েছি। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের সমস্যা নিয়ে কথা বলছি। আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দফতরে ভোক্তাদের সমস্যা নিয়ে কথা বলেছি। কোন প্রতিকার হয়নি। সরকার ইদানিং কিছু উদ্যোগ নিলেও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যায়নি। দেশের এমন কোন পণ্য নেই যার দাম বাড়েনি। বেসরকারি ব্যবসায়ীরা যেমন দাম বাড়াচ্ছে সেই সঙ্গে তাল মিলিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়াতেও প্রতিযোগীতা চলছে। একজন নি¤œ শ্রেণির বা প্রান্তিক মানুষের পক্ষে জীবন চালানো খুবই কঠিন হয়ে দাড়িয়েছে। আইন-শৃঙ্খলার লোকজন পর্যন্ত পরিবার চালাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এখবরও আমরা পাচ্ছি।
তিনি বলেন, সরকারের কাছে আমাদের আবেদন- অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে (সরকার) আরও কঠোর হতে হবে। তাদেরকে সতর্ক করবেন, তারা সতর্ক হবে না। কারণ চোর শোনে না ধর্মের কাহিনী। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে সামনে রমজান আসছে, তখন নিত্য পণ্যের দাম আরও বাড়বে। তাই এখনই সময় ব্যবসায়ীদের লাগাম টেনে ধরার।
এডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া বলেন, বিশ^ বাজারে পণ্যের দাম বৃদ্ধির উছিলা দিয়ে দেশের প্রায় সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এমনকি গরুর মাংসের দামও বাড়িয়ে দিয়েছে। বিশ^ বাজারে কি গরুর দামও বেড়ে গেছে? যারা অসৎ, যারা মুনাফাখোর, যারা মজুতদার, এই ধরনের ব্যবসায়ীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমরা ক্যাব-এর পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি।
Leave a Reply