নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১০৭ কার্ড ধারী পরিবার টিসিবি’র পন্য নায্য মূল্যে ক্রয় করেছেন। এ উপলক্ষে রোববার (২০মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টিসিবির পন্যর উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, ফারহানা হোসেন, আসাদুজ্জামান তুহিন, শেখ জামিল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিলুসহ অন্যন্যে কাউন্সিলরবৃন্দ। উল্লেখ্য-কলারোয়া উপজেলায় ৮৬২০টি কার্ডধারী পরিবারের মধ্যে এই টিসিবি’র পন্য সামগ্রী বিতরণ করা হবে। কলারোয়া পৌরসভা ও জালালাবাদ ইউনিয়নের ১৭০৭জন কার্ডধারীদের মধ্যে এই টিসিবি’র পন্য সামগ্রি বিতরণ করা হয়েছে। একটি পরিবার একটি কার্ডের বিপরীতে ১১০ টাকা কেজি দরে ২কেজি সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে ২কেজি মশুর ডাল পাবেন। একটি কার্ডে একজন কার্ডধারীকে দিতে হবে ৪৬০টাকা। কলারোয়া পৌরসভার ১১০৭ জন ও জালালাবাদ ইউনিয়নের ৬০০ জন কার্ডধারীর মধ্যে পন্য বিতরণ করা হয়েছে। ২০মার্চ কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে ওই পন্য বিতরণ করা হয়। ২১ মার্চ যুগীখালি ইউনিয়ন পরিষদের ৪৫৮ জন ও কেঁড়াগাছি ইউনিয়নের ৮০০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে যুগীখালি ইউনিয়ন পরিষদ চত্বর ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে, ২২ মার্চ সোনাবাড়িয়া ইউনিয়নের ৭৫৬ জন ও দেয়াড়া ইউনিয়নের ৬৩৩ জন কার্ডধারীর পন্য সামগ্রী বিতরণ করা হবে। যথাক্রমে সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে, ২৩ মার্চ হেলাতলা ইউনিয়নের ৬৯৪ জন ও কয়লা ইউনিয়নের ৩৮০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বর ও শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ও ২৪ মার্চ কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৭০৫ জন, চন্দনপুর ইউনিয়নের ৯৩৮ জন ও জয়নগর ইউনিয়নের ৪৪৫ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও খোর্দ্দ বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হবে।
Leave a Reply