সংবাদ বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ,রচনা প্রতিযোগীতা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, পাল শুভাষিষ, অধ্যাপক আব্দুল মজিদ, বীরেন্দ্র নাথ সরকার, মনির আহম্মেদ খান, মো: জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে স্থান নির্ধারণ করা হয়। শেষে কেক কেটে জাতির জনকের ১০২ তম জন্মদিন পালন করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply