৭নং ওয়ার্ড আ’লীগের নতুন অফিস উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাত ৮টায় ইটাগাছা সিএন্ডবি মোড়স্থ জনতা ব্যাংকের নিচ তলায় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অফিসটি উদ্বোধন করা হয়। সাতক্ষীরা পৌর কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে অফিস উদ্বোধন করেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ভিআইপি ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ।
রাস্তার পাশে সরকারি জায়গায় আ.লীগের অফিস স্থানান্তর করে নতুন অফিস উদ্বোধনকালে বক্তারা বলেন, ‘রোডস কর্তৃক অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করলে, তাৎক্ষনিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ জাহাঙ্গীর হোসেন কালু নিজ দায়িত্বে অফিসটি স্থানান্তর করেন। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে দলে অনুপ্রবেশকারীরা চক্রান্ত চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে ৭নং ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।’
৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, রুহুল কুদ্দুস, নুর আলী গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুর রহমান, মহিলা সম্পাদিকা ফরিদা পারভীন, সহ মহিলা সম্পাদিকা প্রতিমা দাশ, কার্যকরি সদস্য আনারুল ইসলাম এতিম, আবুল কালাম, আব্দুল আজিজ, মনির উদ্দিন, ফজলু ঢালীসহ আ.লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *