সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, শেখ মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রউফ, কাবিজুল ইসলাম, আলতাফ হোসেন, গাজী মোমিন উদ্দিন, কানাই লাল মজুমদার প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিসপ্লে-তে প্রথম স্থান এবং মার্চপাস্ট-এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *