আব্দুল্লাহ আল মামুন, :
মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে সাংস্কৃতিক সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবু। অনুষ্ঠানে নির্ধারিত রচনা, নির্ধারিত কবিতা আবৃত্তি, নির্ধারিত সংগীত এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ মহান বিজয় দিবসে কলেজর আলোচনা সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply