স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে করনীয় শীর্ষক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সাতক্ষীরা শহরের একটি হোটেল সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং রাইটস যশোর যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী এড. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ব্যুরোর সহকারি পরিচালক মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর ইসলাম।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এড. তাহমিদ আহমেদ আকাশ।
কর্মশালায় আইনজীবী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
কর্মশালার অতিথিরা বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মানবপাচার রোধ করা সম্ভব। মানবপাচার প্রতিরোধে যে আইন আছে তার যথাযথ প্রয়োগ করতে হবে।
মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।
কর্মশালায় পাচার হয়ে যাওয়া নারী ও শিশু উদ্ধার, তাদের আইনি সহয়ায়তা প্রদান, তাদের পুন:বাসনসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
Leave a Reply