সাতক্ষীরায় বাইপাস সড়ক লাবসা জিরো পয়েন্টে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাইপাস সড়ক লাবসা জিরো পয়েন্টে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়তুস সালাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) বেলা ১২টায় বাইপাস সড়ক লাবসা জিরো পয়েন্টে ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্ব্ েপ্রধান অতিথি হিসেবে মসজিদের ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন বারবার নির্বাচিত গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মালুফ তানভীর হোসাইন সুজন, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বায়তুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি মুকিতুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ¦ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *