সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নিজস্ব বাড়ি থেকে তাদের সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল হাসেম (৭২) বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান এবং চাপড়া গ্রামের মুজিবুর রহমান দনু (৭৫)।
বেলা সাড়ে ১২টার দিকে পাইথালী গুড়গুড়ি তার নিজস্ব মৎস্য ঘের থেকে আবুল হাসেম কে এবং মুজিবুর রহমান দনুকে চাপড়া নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। যে কারনে রোববার দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা তাদের কে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. চমন আরা।
প্রায় এক মাস আগে ঢাকা থেকে পিবিআই একটা টিম তাদের বিষয়ে তদন্তে করেন বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *