শেখ কামরুল ইসলাম :
সাতক্ষীরায় দুগ্ধ কারখানা ও এলাকার সমবায়ীদের সাথে মত বিনিময় সভা ও গাভী ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকালে বিনেরপোতার বিসিক শিল্প নগরীতে এ সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।তিনি বলেন,সরকারি চাকরিজীবিরা যদি ৭০% সৎ হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ ও দুধের মতো সাদা হয়ে যাবে।এ সময় তিনি খামারিদের উদ্যেশ্যে আরও বলেন রোজার পর থেকে প্রতি কেজি দুধে ২ টাকা করে বাড়ানোর আশ্বাস দিয়েছেন।গরুর খামারের বিদ্যুৎ বিল যাতে কৃষির আওতায় আনা যায় সে ব্যাপারেও তিনি আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিনেরপোতা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুর বউফ বাবু,বেত্রাবতি সমবায় সমিতির সভাপতি সোজাউদ্দৌলা টিপু ও গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতি করেন খুলনা বিভাগের দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি তপন কুমার ঘোষ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি তরুণ কুমার সাহা।
আনুষ্ঠান শেষে ৫ জনের মধ্যে গাভী ঋণের ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply