শিল্পকলায় চলছে জমজমাট পুতুল নাচের আসর


স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে পুতুল নাচ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়িত হওয়ার পর শুরু হয়েছে পুতুল নাচ। ঐতিহ্যবাহী এ পুতুল নাচ শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। এই উৎসব প্রত্যন্ত অঞ্চলের যাত্রাদল, যাত্রাশিল্পী এবং পুতুল নাচ সংগঠকদের মিলন মেলায় পরিণত হচ্ছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮ টায় পুতুল নাচ প্রদর্শন হয় এবং আগামী ২৪ মার্চ স্বপ্না অপেরা যাত্রা অনুষ্ঠিত হবে। একই সাথে আগামী ২৪ মার্চ ঐতিহ্যবাহী পাপেট পুতুল নাচ অনুষ্ঠিত হবে। পুতুল নাচ পরিবেশন করেন দি নিজাম পুতুল নাচ। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *