সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই। আজ শনিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন।
বুধবার রাতে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বিচারপতি আহমেদের জামাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী বলেন, গত ১২ ফেব্রুয়ারি তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সাবেক এ রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শনিবার (১৯ মার্চ) তিনটি পৃথক শোকবার্তায় সাহাবুদ্দিনের মৃত্যুতে শোক এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন দুইবারের এ রাষ্ট্রপতি।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ডি- এইচএ
Leave a Reply