1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

মাদকাসক্তির কারণে সবাই ভোগান্তি পোহায়: ডিআইজি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে


সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট (ডিআইজি) মহা: আশাফুজ্জামান বলেছেন, “আমাদের মূল সমস্যা মাদক নিয়ে নয়, বরং এর আসক্তি নিয়ে। কারণ আমরা মাদক উৎপাদনকারি দেশ নই। বাইরের দেশ থেকে মাদক আসে। মাদক নেয়ার ফলে কোনো সমস্যার সমাধান হয়না। বরং নতুন সমস্যা তৈরি হয়। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবাই ভোগান্তি পোহায়।”
মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহা: আশরাফুজ্জামান। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিমে “শেখ নুরুল ইসলাম হোসনে আরা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসা”র সহযোগীতায় আয়োজিত “মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। প্রধান আলোচক ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে মহা: আশরাফুজ্জামান আরো বলেন, “মাদকের সমাধানে আমরা তিনটি পদক্ষেপ নিতে পারি। প্রথমত, সাপ্লাই বন্ধ করা। যেটা পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব। দ্বিতীয়ত, ডিমান্ড বন্ধ করা। যেটা আপনাদের দায়িত্ব। আর তৃতীয়ত, মাদকের মূল জায়গাগুলো বন্ধ করা। যেটা সমাজের দায়িত্ব। কেউ মাদকে আসক্ত হলে সমাজের সবাই মিলে তাকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ বড় ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন বলেন, “মাদকের কথা উঠলেই শিক্ষার্থীদের কথা আসে মূলত তিনটি কারণে। প্রথমত, বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী শিক্ষার্থী। দ্বিতীয়ত, অন্য পেশার লোকজনের চেয়ে শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে বেশি ক্ষতি। এবং তৃতীয়ত, একটি দেশের ভবিষ্যত নির্ভর করে তাদের শিক্ষার্থীদের উপর। তাই শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে দেশের ভবিষ্যত হুমকির মুখে পড়ে।” তিনি আরো বলেন, “যেহেতু মাদকাসক্তির কারণে অমিত সম্ভাবনার একটি প্রজন্ম জড়পদার্থে রূপান্তরিত হয়, তাই সর্বনাশা এই আসক্তি থেকে আমাদের নিজ নিজ জায়গা ও সামাজিক জায়গা থেকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকাসক্তি অনেকটা বন্দুকের গুলির মতোই। বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে আর ফেরে না। তেমনি মাদকাসক্তির কারণে এখন যে মূল্যবান সময় অপচয় করছে আমাদের যুবসমাজ, এই সময় আর ফিরে আসবে না। এমনকি এখন সরকারি চাকরির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হচ্ছে। তাই শিক্ষার্থীসহ সমাজের সকলকেই সতর্ক হতে হবে।
এনইউবিটি খুলনার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ার্দারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম শেখ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসলাম এবং এডভোকেট শেখ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd