: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্র লীগ নানা কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাদ যোহর শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জামে মসজিদে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে “বঙ্গবন্ধুর সোনার বাংলা” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করে।
কর্মসূচির শুরু থেকে উপস্থিত ছিলেন উপস্থিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তানভির হোসাইন জুয়েলসহ জেলা সদর পৌর এবং কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন জানান কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি গুলো পালন করা হয়েছে।
Leave a Reply