স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নানা আয়োজনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন পালিত হয়েছে। বৃহসপতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সভাপতি মোঃ আজমল হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদী। এরপর সকাল ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ১০টায় স্বেচ্ছায় নিরাপদ রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা। বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি অর্নব সাঈদ। যুগ্ম সাধারন সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার। ছাত্রলীগ নেতা সুমন কুমার শীল, রসিফুর রহমান, আবু আল সাঈদ প্রমুখ। সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে কেক কাটা ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে দলীয় নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী শেষ হয়।
Leave a Reply