1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

কাজলের ভালোবাসা পাওয়া প্রদীপ আর্মিতে চাকরি পাচ্ছেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৮৩৪৭ সংবাদটি পড়া হয়েছে

কাজলের ভালোবাসা পাওয়া প্রদীপ আর্মিতে চাকরি পাচ্ছেন

বিনোদন ডেস্ক   

=

কাজলের ভালোবাসা পাওয়া প্রদীপ আর্মিতে চাকরি পাচ্ছেন

প্রদীপ মেহরা। মাত্র ১৯ বছরের এই কিশোর এখন গোটা ভারতের সম্মান পাচ্ছেন। ভারতবাসী হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছে এই কিশোরকে। কিশোরের দাবি, তার বয়স ১৯, কিন্তু দেখতে আরো কম লাগে।

বিজ্ঞাপন ম্যাকডোনাল্ডসে কাজ করেন প্রদীপ। প্রতিদিন দৌড়ে এসে কাজে যোগ দেন, আবার মধ্যরাতে দৌড়েই বাসায় ফেরেন। বাসায় ফিরেই রান্না শুরু করেন, কারণ বড় ভাই রাতের শিফটে কাজ করেন।   প্রদীপ রান্না করলেই তবে খেতে পারবেন। বাসায় শুধু মা রয়েছেন; কিন্তু অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ভর্তি।

দু-এক দিন আগের ঘটনা। ঘটনাটা ঠিক মধ্যরাতের। এক কিশোরকে দৌড়ে যেতে দেখছিলেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপড়ি। তখন তিনি গাড়িতে। ছেলেটাকে অনুসরণ করলেন। একসময় জিজ্ঞেসে করলেন তিনি দৌড়াচ্ছেন কেন? জানালেন, তিনি এভাবেই দৌড়ে বাসায় ফেরেন। ম্যাকডোনাল্ডসে কাজ শেষ হলে ১০ কিলোমিটার দৌড়ে বাসায় যান। আবার সকালেও একইভাবে বাসা থেকে কাজের স্থানে আসেন প্রদীপ।  

বিনোদ কাপড়ি ছেলেটাকে বলেন গাড়িতে উঠে আসতে, লিফট দেবেন তিনি। কিন্তু প্রদীপ সে প্রস্তাব নাকচ করে দেন। কারণ হিসেবে জানান, তিনি যদি আজ গাড়িতে যান তাহলে তার দৌড়ানোর অভ্যাস নষ্ট হয়ে যাবে। তিনি তার দৌড়ানোর অভ্যাস নষ্ট করতে চান না। কেন দৌড়ান প্রদীপ? এর কারণ হিসেবে জানান, তিনি ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চান। তাই তিনি কাজে এভাবেই যাওয়া-আসা করে শরীর ফিট রাখেন।  

kalerkanthoনির্মাতা বিনোদ কাপড়ি [বামে] দৌড়ানোর সময়ের ভিডিও

বিনোদ কাপড়ি তাকে রাতের খাবার তার সঙ্গেই খেতে বলেন, কিন্তু প্রদীপ সে প্রস্তাবও নাকচ করে দেন। তার ভাষ্য, তিনি বাসায় গিয়ে না রান্না করলে তার ভাইকে উপোস থাকতে হবে। প্রদীপ যখন দৌড়াচ্ছিলেন তখন বিনোদ কাপড়ি ভিডিও করছিলেন। প্রদীপকে বলেন, ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবেন। প্রদীপ উত্তরে জানান, ছেড়ে দিলে কী হবে, তিনি তো আর খারাপ কাজ করছেন না।  

বিনোদ কাপড়ির টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। গোটা ভারতবাসী প্রদীপকে এই মুহূর্তে সম্মান আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। এই ভিডিওর কল্যাণে অসংখ্য ফোন কল ও বহু প্রস্তাব পেয়েছেন প্রদীপ। বিনোদ কাপড়ি ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘খাঁটি সোনা। ‘

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd