জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় টাকা দিয়ে ৮শতক জমি কিনে বিপাকে পড়েছেন এক অসহায় পরিবার। প্রতিপক্ষরা ওই জমিতে থাকা বসত ঘর ভেঙ্গে দিয়ে দখল করে নিয়েছে বলে ওই অসহায় পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলা পৌর সদরের মুরারীকাটির জিরো পয়েন্ট পাথরঘাটা গ্রামে। বুধবার (২৩মার্চ) বিকালে মুরারীকাটি গ্রামের ক্ষতিগ্রস্ত সবুজ এর স্ত্রী সুবর্ণা জানান-তিনি ৮/৯ মাস আগে পৌর সদরের মুরারীকাটি সংলগ্ন পাথরঘাটা গ্রামের মৃত আতিয়ার সরদারের কন্যা সালিমা খাতুন এর কাছ থেকে ৮শতক জমি ৭লাখ টাকা দিয়ে ক্রয় করেন। তিনি ওই জমি দলিল করে নেন। সেই খেকে জমি দখল করে আসছেন। হঠাৎ কোন কারণ ছাড়াই ওই গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে কওসার ও হায়দারের নেতৃত্বে জাহাঙ্গীর, আলম, রহমান, ওবায়দুল্লাহ, আব্দুল্লাহ, ই¯্রাফিল, মান্নান সহ প্রায় ২০/২৫জন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে অনধিকার ভাবে ওই জমিতে প্রবেশ করে বসত ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এসময় তাদের সন্ত্রাসী হামলায় সবুজ হোসেন (৩০), সুবর্ণা (২৪), নুরআনী (৭) আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত সবুজ হোসেন ও সুর্বণা খাতুন জানান-বসত ঘর ভাংচুর করে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ওই ঘটনার প্রতিকার ছেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সবুজ হোসেন বাদী হয়ে সাতক্ষীরার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply