গ্রন্থাগার শিক্ষক-প্রভাষক নিবন্ধনে আবেদনের সুযোগ ৩১ মার্চ পর্যন্ত

ডেস্ক রিপোবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং গ্রন্থাগার বিষয়ের প্রভাষক পদে নিবন্ধনে আবেদন গ্রহণ চলছে।  আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব পদে নিবন্ধনে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। গত ১০ মার্চ বিকেল থেকে প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে এসব পদে নিবন্ধনের আবেদন করতে পারছেন।

জানা গেছে, এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে। আর টেলিটক মোবাইল সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে। এসব পদের নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। 

গত ২ মার্চ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং গ্রন্থাগার বিষয়ের প্রভাষক পদে নিবন্ধনে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নতুন সৃষ্টি হওয়া এসব শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা অর্জনে প্রার্থীদের নিবন্ধিত হতে হবে। বিভিন্ন স্কুল ও কলেজে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক, মাদরাসার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক,বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক, কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক প্রভাষক এবং মাদরাসার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক প্রভাষক নিবন্ধনে আবেদন গ্রহণ করছে এনটিআরসিএ।

সাধারণ প্রার্থীদের মতো এসব পদে নিবন্ধিত হতে আবেদন করা প্রার্থীদেরও প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুত্র: দৈনিক শিক্ষাডটকম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *