ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার হাজিপুর গ্রামের মাছের ঘের দখল করার অভিযোগে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, হাজিপুর গ্রামের এ্যাডঃ আবুল ওহাব এর পুত্র স ম এনামুল হাসান দিপু ( ৪৭) জানান হাজিপুর মৌজার জেল নং ৭০ খতিয়ান নং ডি এস ২৬৯ ডি পি ৫৫৮-৮৪১ সাবেক দাগ ৩৬৪ হাল দাগ ৫৮২ মোট জমির পরিমান ১ একর ১৮ শতক তফসিল বর্ণিত সম্পত্তি আমার মা আনোয়ারা বেগম, রৌফন আরা বেগম, মনোয়ারা বেগম, রওশানারা বেগম এর পৈত্রিক সম্পত্তি। উক্ত জমি হাজিপুর গ্রামের মৃত. আকবর সরদারএর পুত্র ইফতিয়ার রহমানের কাছে আনুমানিক ২০ বছর চুক্তি মাধ্যমে হারি দিয়ে আসছি, কিন্তু গত ৫ জুন সকাল ৯ টার সময় জানতে পারি হাজিপুর গ্রামের হাসনাবানু পারুল (৭০) স্বামী মাহাবুবর রহমান, শফিকুল আলম বাবলু(৪৫) পিতা মাহাবুবর রহমান, মিত ু(৪৭) স্বামী আব্দুল মজিদ, কোমরউদ্দীনের পুত্র আঃ মজিদ সহ আমাদের পৈতৃক ঘোর দখল ও ঘোরের ব্যাবহারিত ঘর ভেঙ্গে দেয়। তারা পানির মেশিন লুট করে নিয়ে যায়, এ বিষয়ে আমি সাতক্ষীরা সদর থানার লিখিত অভিযোগ দায়ের করি।
পক্ষান্তরে হাজিপুর গ্রামের মৃতঃ আকবর সরদারএর পুত্র ইখতিয়ার রহমান জানান, আমি আনুমানিক ২০১১ সাল থেকে এই জমি হারি নিয়ে মাছ চাষ করি প্রতি ৩ বছর অন্তর নতুন চুক্তি হয়, সে ক্ষেত্রে ২০২৪ সাল পর্যন্ত আমার মিয়াদ আছে, তিনি আরো বলেন ৫ জুন সকালে আমি জানতে পারি আমার মস্য ঘোরের ঘর ও পানির মেশিন লুটপাট করছে খবর পেয়ে, আমার পুত্র ইসসাইলও আমার স্ত্রী ঘটনা স্থানে গেলে শফিকুলের ক্যাডার বাহিনী সহ ৫০-৬০ জন তারা আমাদের উপর খারাপ ব্যাবহার করতে থাকে, আমাদের জীবন নাশের হুমকি দিতে থাকে, তারা আমার চোখের সামনে ঘরটি ভেঙ্গে দেয় এবং মেশিন তারা নিয়ে যায়। আমরা কোন প্রতিবাদ না করে জমির মালিক মেম্বর ও এলাকার লোকজনদের জানাই কিন্তু কোন প্রতিকার না পেয়ে সাতক্ষীরা সদর থানার লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে ঝাউডাঙ্গ হাজিপুর ৩ নং ওর্য়াডের মেম্বার বিমল চন্দ্র ঘোষ জানান বাদী ও বিবাদীর সাথে আলোচনা কওে কোন সমাধানে না আসতে পেরে আইনী পদক্ষেপের পরামর্শ দেই। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার এস আই অহিদুরজ্জান জানান দু পক্ষই অভিযোগ দিয়েছে, দুই পক্ষকে তাদের জমির দাখিলা সহ প্রয়োয়জনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে, কাগজপত্র জাচাই বাইজ করে আইনুগত ব্যাবস্ত গ্রহন করা হবে।
Leave a Reply