আন্তর্জাতিক ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরি জীবিত আছেন বলে দাবি করছে জাতিসংঘ। নতুন এক প্রতিবেদনে জাতিসংঘ উল্লেখ করেছে, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছেন এই নেতা। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক থাকায় এই মুহূর্তে আল-কায়দার কার্যক্রমে তাকে সম্পৃক্ত করা হচ্ছে না বলে ধারণা করছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। এছাড়াও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল-কায়েদার একটি প্রধান অংশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে একযোগে কার্যক্রম চালাচ্ছে। আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় তালেবানদের সঙ্গে আল-কায়েদার জঙ্গিরাও সক্রিয় আছে বলেও জানিয়েছে পর্যবেক্ষকরা। এর আগে একাধিক প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরি মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। তবে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি জাতিসংঘ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি জানায়, জাতিসংঘের এক সদস্য রাষ্ট্র আল-জাওয়াহিরি জীবিত থাকার তথ্য নিশ্চিত করলেও প্রতিবেদনে দেশটির নাম উল্লেখ করা হয়নি। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন সেনা অভিযানে নিহত হন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এরপর ২০১১ সালে আল-কায়েদার নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন আয়মান আল-জাওয়াহিরি। শুক্রবার জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং এর ১২তম প্রতিবেদনে তার জীবিত থাকার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।
Leave a Reply