সাতক্ষীরা: সাতক্ষীরায় করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন।
এদিকে, বৃহস্পতিবার (২৪ জুন)বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির জুম মিটিংয়ে জেলায় লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সিভিল সাজর্ন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় ৪র্থ মেয়াদে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলায়ের এক তারিখ মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লকডাউন কার্যকরি করতে ওয়ার্ড পর্যায়ের কমিটিকেও সক্রিয় করা হবে। এছাড়া লকডাউন বাস্তবায়নে জোর তদারকি করা হবে।
তিনি আরো বলেন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রুগী ভর্তি হচ্ছে। এছাড়া জেলায় প্রতিদিন করোনা রুগী বৃদ্ধি পাওয়ায় এই সমস্থ বিষয় বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে ৩য় পর্যায়ে ২৪ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল।
Leave a Reply