আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আশাশুনি সদর ও গোয়ালডাঙ্গা বাজারে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে আশাশুনি বাজারের মুজিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা কে ৩০০ টাকা, গোয়ালডাঙ্গা বাজারের মেসার্স মহিউদ্দিন হার্ডওয়ারের প্রোঃ মহিউদ্দিনকে ১০০০ টাকা। শাহিন আলম, সিমন, মেহেদী হাসান তিনজকে ৯০০ টাকা মোট ৪টি মামলায় সর্বমোট ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply