সংবাদদাতা: সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকায় পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী এলাকার শাহাবুদ্দীনের বাড়ির সামনে থেকে তাহের মিস্ত্রির বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ও ব্রাক ইউডিপির বাস্তবায়নে ৩ লক্ষ ৭৪ হাজার টাকা ৪শ টাকা ব্যয়ে ৫৪০ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্রাক ইউডিপি প্রোগামের ফিল্ড কো অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশেদুল হাসান, মো. শরিফুল আজাদ, সিডিও সভাপতি বিলকিস বেগম, সহ সভাপতি আরিফুর রহমান খান বাপ্পি, কোষাধ্যক্ষ রোজিনা পারভীন, পৌরসভার এসও সাগর দেবনাথ, মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক আনসার মাস্টার, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, মঞ্জুরুল আলম, ইমাম হোসাইন, আক্তার, রুবেল, সোহেল মিস্ত্রী, বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।
Leave a Reply