দেবহাটা প্রতিনিধি: দেবহাটা অনিকেত আলম ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় ভারত বাংলাদেশের সীমান্ত বর্তী ইছামতি নদীর কোল ঘেষা ভাতশালা গ্রামে “আমরা গড়ব বিশ্ব মানের ভাতশালা” এই লক্ষকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলমের সভাপতিত্বে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অথিতির ব্যক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজী, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা: নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল বিশ্বাস। অন্যান্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা শিক্ষক আব্দুল হাই, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, অনিকেত আলম ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য আজমিরা, সেচ্ছাসেবক আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউপি সদস্য আব্দুল জলিল, কামরুল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য মাধবী রানী প্রমুখ। সভায় করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনার পাশাপাশি ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ১০ বছরের কর্ম পরিকল্পনা ঘোষনা করা হয়। এ কর্মপরিকল্পনার মধ্যে মাদক মুক্ত সমাজ গঠন, গ্রামকে শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থাকে শতভাগে উন্নীত করা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ ভাতশালা গ্রামের উন্নয়ন পরবর্তী গ্রামের বাহিরেও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা। সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনা করেন অনিকেত আলম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবাদুল ইসলাম।
Leave a Reply