সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন


শ্যামনগর ব্যুরো : সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনেস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ব্যানার সহ অংশগ্রহন করে শ্যামনগর রিপোটার্স প্রেসক্লাব, শ্যামনগর অনলাইন ক্লাব, সুন্দরবন ক্লাব। আরও অংশগ্রহন করে ভূমিহীন সমিতির পক্ষে মোঃ মোকছেদ আলী, উকিলদের পক্ষে এ্যাড. আব্দুস সাত্তার, ডাক্তারদের পক্ষে ডাঃ গ.ম আব্দুস সালাম, হোটেল মালিকদের পক্ষে এমডি খোকন। মানববন্ধন চলাকালে সাবেক সহ-সভাপতি মোস্তফা কামালের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ জিএম আকবর কবীর, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি সামিউল আজম মনির, সাবেক সাধারন সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক এম কামরুজ্জামান, সাংবাদিক আনিসুজ্জামান সুমন, শেখ আফজালুর রহমান, আব্দুল কাদের, রিপোটার্স ক্লাবের আব্দুল আলিম, সুন্দরবন ক্লাবের বেল্লাল হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *