শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের চারে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:
২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ছয় থেকে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। গতকাল (রবিবার) শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্টও সমান ৪০। কিন্তু নেট রানরেটে তারা এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, কিংবা ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারলে বাংলাদেশ ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে।
২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব।
৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট (+০.৪৬৮) নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের পরই পাকিস্তানের অবস্থান। ৬ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের সংগ্রহও ৪০ পয়েন্ট (+০.৪২২)। অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট (+০.৩৪৭) নিয়ে টেবিলের তিন নম্বরে। বাংলাদেশ ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট (-০.০০৩) নিয়ে চারে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন জয়ে ৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পাঁচে।

২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় ভারতের পয়েন্ট মুখ্য নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *