শ্যামনগরে সংঘর্ষে চার জন আহত

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার সোনাকখালী গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় থানায় এজাহার, মামলার প্রস্তুতি চলছে।
এজাহার সূত্রে জানা যায়, সোনাখালী গ্রামের মৃত তাতীরাম সরদারের পুত্র সুজিত সরদার বাদি হয়ে একই গ্রামের মৃত শশী ভূষন সরদারের পুত্র অনীল সরদার ও অনীল সরদারের পুত্র সাধন সরদার সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেছেন । পূর্ব শত্রুতার জের ধরে এজাহারের আসামীগণ ৫ মে সকাল ৬ টায় সুজিত সরদারের পুকুরে ৮০ হাজার টাকার মাছ ধরে আত্মসাৎ করে। তিনি বাধা দিলে তাকে মারপিঠ করে। হামলাকারীরা সুজিত সরদারের পুত্র জয়ন্ত, পুত্রবধু দিপা রানী, ভাতিজা তারক সরদারকেও মারপিট করে। জয়ন্ত ও তারকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ সংঘর্ষে অপরপক্ষের অনিল সরদার(৫৮) ও অনিল সরদারের পুত্র সাধন সরদার আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *