মালদ্বীপে বোমা বিস্ফোরণে সাবেক প্রেসিডেন্ট নাশিদ আহত

বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। মালের একটি হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক এই প্রেসিডেন্টের। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলেছেন পুলিশকর্মীরা। খবর আলজাজিরা ও হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে গাড়িটি দাঁড় করাতেই শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে তাঁর দেহরক্ষীরাও আহত হয়েছেন। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে স্পিকারকে উদ্ধার করে ভর্তি করা হয় মালের একটি হাসপাতালে।

আপাতশান্ত ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে এমন হামলার ঘটনা বিরল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *