সংবাদদাতা: করোনাকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগত অর্থ সহায়তা প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট এলাকায় অসহায়-দুস্থ পরিবারের বাড়ি গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।
Leave a Reply