বলিউডের চুক্তিভিত্তিক কর্মীদের পাশে সালমান খান


বিনোদন ডেস্ক: ভারতে করোনার ভয়াবহতা বাড়ছে। অচল হয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রি। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট ও স্পটবয়রা। কেননা তারা মূলত প্রতিদিন চুক্তিতে কাজ করে থাকেন। এবার ইন্ডাস্ট্রির সেই অসহায় কর্মীদের পাশে দাঁড়ালেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এরকম পরিস্থিতিতে ৪০ হাজার কর্মীকে অর্থ সাহায্য দিতে যাচ্ছেন বলিউডের এই সুপারস্টার। যার মধ্যে ২৫ হাজার জন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের তালিকাভুক্ত।
বিষয়টি নিশ্চিত করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের সম্পাদক বি এন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা যে সমস্ত কর্মী অর্থিক সমস্যায় ভুগছেন তাদের একটি তালিকা সালমান খানকে পাঠিয়েছিলাম। সালমান টাকা পাঠাতে রাজি হয়েছেন।”
জানা গেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠাবেন সালমান খান। প্রত্যেক মাসেই তিনি সেই টাকা পাঠাবেন। সেই সঙ্গে এক মাসের রেশনও দেবেন ভাইজান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *