শ্যামনগর ব্যুরো: ‘জীববৈচিত্র্য সুরক্ষায় আমরা সহযাত্রী’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (২২ মে) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরার শ্যমানগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে আকাশনীলা ইকোটুরিজম সেন্টার এর সামনে বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজলো জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে প্রাণবৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার স্থাণীয় যুব, পেশাজীবী জনগোষ্টী, সাংবাদিক ও উন্নয়ন কর্মী বৃন্দ অংশগ্রহন করেন। মানববন্ধনে উপকুলীয় এলাকার ‘জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষ কিভাবে ভূমিকা রাখছে এবং কি করা প্রয়োজন স্থাণীয় জনগোষ্টী সে দাবি গুলো ফেস্টুনের মাধ্যমে প্রদর্শন করেন। প্রদর্শন শেষে জনসংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনায় বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও ইয়থ টিমের সাধারন সম্পাদ হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবী নারী সেলিনা বেগম সহ প্রমুখ।
দাবি গুলো – সকল প্রাণবৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হই, প্রাণবৈচিত্র্য রক্ষা করি- বাসযোগ্য পৃথিবী গড়ি, উপকুলীয় প্রাণবৈচিত্র্য রক্ষায়- টেকসই বাঁধের বিকল্প নাই, প্রাকৃতিক সম্পদ রক্ষা করি- জীব বৈচিত্র্য রক্ষা করি, উপকুলীয় বেড়ীবাঁধ রক্ষা করি- প্রাকৃতিক ভারসাম্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, মহামারী করোনায় নিয়ম না মানলে রক্ষা নাই, সুষম খাদ্য নিশ্চিত করি-করোনা সাথে লড়াই করি, সুন্দরবন রক্ষায় এগিয়ে আসি, বৈচিত্র্য রক্ষা করি- সক্ষমতা গড়ি, বৈচিত্র্য রক্ষা করি- দুর্যোগ ঝুঁিক কমাই। উপরোক্ত দাবি গুলো উত্তাপনের সাথে সাথে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি হয়।
Leave a Reply