দেবহাটায় মা দিবসে অসহায় মায়েদের মাঝে ত্রাণ বিতরন

দেবহাটা প্রতিনিধি: বিশ্ব মা দিবসে উপলক্ষে দেবহাটায় দুঃস্থ ও অসহায় মা’দের মাঝে ত্রাণ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, মহিলা বিষয়ক অফিসের হিসাবরক্ষন মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, প্রশিক্ষক বিলকিস খাতুন, শাহানার পারভীন। মা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে ১১ জন অসহায় মাকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *