সংবাদদাতা: অবৈধপথে ভারত থেকে নিয়ে আসা প্রাইভেটকার ভর্তি ৫২ পলি গলদার রেনু পোনাসহ তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রতনপুর বাজার থেকে এসব আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে প্রাইভেটকার চালক মিল্টন হোসেন (২৮), একই উপজেলার নাংলা গ্রামের জামাল উদ্দীন তরফদারের ছেলে রবিউল ইসলাম তরফদার (৩৫) ও একই গ্রামের জিয়াদ আলী মিস্ত্রির ছেলে আদর আলী(৪৭)।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক তরুন সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালতের ম্যাধমে আটককৃত তিন চোরাচালানীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি বাজেয়াপ্ত ঘোষনা করেন। আটককৃত গলদা রেনুপোনার আনুমানিক মুল্য ১০ লাখ টাকা টাকা। পরে গলদার রেনু পোনাগুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোস্তফার উপস্থিতিতে কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়। এক লাখ টাকা পরিশোধ করে তিনজন আসামী মুক্তি পেয়েছেন।
Leave a Reply