কালিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংগঠন সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০ মে সোমবার সকাল ৯টায় কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় রিজাভ তহবিল হতে ঈদ উপলক্ষে ও করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্থ দলীয় সদস্য ও স্থানীয় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুশীলের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু । এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহরিয়ার খান রিপন, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্ট্রাল ম্যানেজার মহাসিন আলম, অভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ, সুশীলদের রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আতিকুর রহমান ও শোয়েব আহমেদ। চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *