কলারোয়ায় অনুদানের চেক বিতরণ


খোরদে (কলারোয়া) প্রতিনিধি :গতকাল সোমবার সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলা হল রুমে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন সুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতি জনকে ৩৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য কমরেড এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মীর খায়রুল কবির। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম.পি বলেন, করোনা মোকাবেলায় শুধু আইন দিয়ে জনগণকে সচেতন করা যাবে না। প্রত্যেকটা মানুষের নিজ দায়িত্ব নিয়ে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ীর বাহিরে না যাই, আজকে থেকে প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে। তাহলেই আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি। তা না হলে আমাদের পার্শ্ববর্তি দেশের মত পরিস্থিতি হলে কিছুই করার থাকবে না। এ জন্য তিনি সকলকে সচেতন হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *