সংবাদদাতা: ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই ভিন্নতা। ঈদের সেই আনন্দ উপভোগ করতে সব বয়সের আনন্দ পিপাসু মানুষের পদভারে মুখরিত সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট । করোনা ভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন বিকেল থেকে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে এই বিনোদন কেন্দ্রে । এছাড়াও শহরের বাইপাস এলাকার ছোট ছোট মিনি রেষ্টুরেন্ট ও কফি শপ গুলোতে ও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এদের মধ্যে ঈদের ছুটিতে বাড়িতে আসা অধিকাংশরাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। প্রচ- ভিড় হলেও এইসব বিনোদন কেন্দ্রে শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের যেন কমতি নেই দশনার্থীদের।
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগিতেই ব্যস্ত সময় পার করছেন তারা।
করোনা ভাইরাসের কারনে মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে ভেতরে সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে অনেকেই
পরিবার নিজে ঘুরতে আসা পুরাতন সাতক্ষীরা এলাকায় মো. সরোবর হোসেন জানান, করোনার কারনে গত ২টা ঈদ আমি ঢাকায় পালন করেছি। এবার বাসায় আসলাম পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবো বলো। পরিবার নিয়ে একটু বেড়াতে এসেছি নিরিবিলি জায়গায়তে এখানে এসে খুব ভালো লাগছে । এখানে এসে দেখলাম মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিছেনা।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক জানান, করোনা ভাইরাসের কারনে ১ বছরে বেশি সময় বন্ধ ছিলো ঈদ উপলক্ষে ২ দিন খোলা হয়েছে। আবার বন্ধ রাখা হবে। এখানে আগে প্রায় ৮০ জন ষ্টাফ ছিলো। এখন ২০ জনের মতন রয়েছে। টিকেট কাউন্টার থেকে মাস্ক ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না।
Leave a Reply