ন্যাশনাল ডেস্ক: দেশের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও প্রায় সারাদেশ পুড়ছে প্রচ- দাবদাহে। এই গরম থাকতে পারে আরও দু’দিন। গুমোট এই গরম এই দুদিনে আরও কিছুটা বৃদ্ধিরও শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৪ মে) থেকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এতে কমে আসবে তাপমাত্রা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘গরম আরও দুইদিন থাকতে পারে। শনিবার (২২ মে) বিকালের পর আন্দামান ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আছে। এর প্রভাবে ২৪ মে থেকে সারাদেশেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায়।’
আবহাওয়া অধিদফতর জানায়, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মৌলভীবাজার, ফেনী ও পাবনাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply