সংবাদদাতা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (৩২) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। একই এলাকায় তার বাবাও বাঘের আক্রমণে নিহত হন। সুন্দরবনের সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনী স্টেশন এর এসও আবু সাঈদ জানান, রেজাউল ইসলামসহ কয়েকজন মৌয়াল গত ৩ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। ঈদের দিন শুক্রবার বিকেলে দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে বাঘের আক্রমণের শিকার হন মৌয়াল রেজাউল। তবে অন্যান্য মৌয়ালদের প্রতিরোধে বাঘ রেজাউলের মরদেহ ফেলে পালিয়ে যায়। রেজাউলের সাথে থাকা মৌয়ালরা মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লোকালয়ে নিয়ে আসে। দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
মৃত রেজাউল ইসলামের স্ত্রী, বাঘ বিধবা মা, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃত রেজাউল ইসলামের মা রিজিয়া বেগম লিডার্স বাঘ বিধবা দলের একজন সদস্য। বাঘ বিধবা রিজিয়া বেগমের একমাত্র ছেলের মৃত্যুতে লিডার্স পরিবারের পক্ষ থেকে লিডার্স এর নির্বাহী পরিচালক গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply