1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
২৭ বৈশাখ, ১৪৩২
Latest Posts

সুুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের পৃথক দুটি আক্রমণে এক নিহত, এক জন আহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৯৩ সংবাদটি পড়া হয়েছে


বিশেষ প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে যেয়ে হাবিবুর রহমান (২৭) নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। বুধবার সকালে সুন্দরবনের হোগলডাঙা এলাকায় মধু সংগ্রহকালে তিনি বাঘের কবলে পড়েন। বেলা সাড়ে বারটার দিকে স্থানীয়রা বনবিভাগের সহায়তা নিয়ে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে অর্ধ খাওয়া মৃতদেহ নিয়ে এলাকায় ফিরে আসে।
রমজাননগর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে ৪ এপ্রিল সহযোগীদের সাথে উপজেলার মীরগাঙ গ্রামের হাবিবুর রহামন সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে আকস্মিকভাবে বাঘ তার উপর হামলে পড়ে এবং ধরে নিয়ে বনের গভীরে চলে যায়। এক পর্যায়ে সহযোগী মৌয়ালদের মাধ্যমে হাবিবুরকে বাঘে নিয়ে যাওয়ার খবরে স্থানীয়রা সুন্দরবনে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে।
এদিকে গত মঙ্গলবার বিকেলে সুন্দরবনের কাছিকাটা পারাদুনি এলাকায় মধু সংগ্রহ করার সময় সোরা গ্রামের রবিউল ইসলাম বাঘের হামলায় আহত হন। বাঘ রবিউলের ঘাঁড়সহ মাথায় দাঁত বসিয়ে দিয়েছে। এছাড়া পিঠ ও হাতে নখের আঁচড় দিয়ে মারাত্বকভাবে ক্ষতের সৃষ্টি করেছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনে বাঘের আত্রমনের দুটি পৃথক ঘটনায় দুইজন হতাহতের খবর লোকমুখে শুনেছেন। তাদেরকে ক্ষতিপুরণ দেয়া হবে যদি তারা পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করে থাকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd