শ্যামনগরে আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীববিজ্ঞানী ডক্টর আবু সিদ্দিকীর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর পল্লীতে শনিবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীববিজ্ঞানী ডঃ আবু সিদ্দিকীর গ্রামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ি থেকে ২৪ ভরি সোনা, নগদ ৩ লাখ টাকা ও জমির সকল দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।ডাকাতির সময় হাজী আশরাফ আলীর বড় ছেলে আব্দুস সাত্তার বাড়িতে ছিলেন। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ১২ টার পরে পাঁচ সদস্যের একটি ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের তিনজনকে জিম্মি করে একটি অন্ধকার ঘরে আবদ্ধ করে রাখে। মুখোশ পরা পাঁচজন ডাকাত তাদের পশ্চিম দিকের পুরানো বিল্ডিংয়ের কাঠের জানালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর নতুন বিল্ডিং এর দরজার হ্যাজবোল্ড ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর গলা চেপে ধরে। সে সময় ডাকতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়।তারপর একটি ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়ে তাদেরকে আটকে রাখে। একপর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতরা। তারা চারটি আলমারি, দুইটি ওয়ারড্রপ, স্টিলের ড্রাম ভেঙে সেখান থেকে জমির সকল দলিল দস্তাবেজ, নগদ ৩ লাখ টাকা এবং ২৪ ভরি সোনা লুট করে ডাকাতরা সেহেরীর আগে পালিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী শহীদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কাজী শহিদুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *