ক্রীড়া ডেস্ক: কিছুদিন আগেই বার্সেলোনার হয়ে ৬৪৪তম গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই গোলের মাধ্যমেই ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলের এক ক্লাবের হয়ে আনুষ্ঠানিক গোলের রেকর্ড ভেঙেছেন কাতালান ক্লাবটির অধিনায়ক। কিন্তু তার কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্যই এবার নিলামে উঠছে সেই বুটজোড়া।
কাতালুনিয়ার শিশুদের চিকিৎসার জন্যই মেসি তার রেকর্ড গড়া বুটজোড়া নিলামে তুলতে চাইছেন। ছয়বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা গত বছরের ডিসেম্বরে ভায়াদোলিদের বিপক্ষে গোল করে রেকর্ড গড়েন অ্যাডিডাস নেমেসিস মেসি ১৯ মডেলের এই বুটজোড়া পরেই। আর নিলামের দায়িত্বে আছে মুজেও নাসিনাল দা আর্ট দে কাতালুনিয়া নামের একটি বহুজাতিক সংস্থা। বিক্রয়কৃত মূল্য পাবে স্পেনের অঙ্গরাজ্য বার্সেলোনার ইউনিভার্সিটারো ভল ডি হেবরন।
বুটজোড়ার সঙ্গে ক্রেতা পাবে মেসির স্বাক্ষর, সঙ্গে স্ত্রী রোকুজ্জো এবং তিন সন্তানের নাম ও তাদের জন্ম তারিখও লেখা আছে এই বুটজোড়ায়। কর্তৃপক্ষ আশা করছে সর্বনিম্ন ৬০ হাজার ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার ইউরো পর্যন্ত দাম পেতে পারেন তারা। ইউনিসেফের শুভেচ্ছাদূত লিওনেল মেসি অবশ্য এর আগেও করোনা মহামারী কাটিয়ে উঠতে বার্সেলোনা এবং আর্জেন্টিনার বিভিন হাসপাতালে সাহায্য করেছেন।
Leave a Reply