ক্রীড়া ডেস্ক: ব্যর্থতা সঙ্গী করে অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। রবিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল।
নিউজিল্যান্ড থেকে প্রায় ৪০ দিনের সফর শেষে একেবারে খালি হাতে দেশে ফিরলো তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াটওয়াশ হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এমন ব্যর্থ সফর শেষে বিমান বন্দরে মুখ লুকিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার। দলের নবীন সদস্য নাসুম আহমেদকেই পাঠানো হয় গণমাধ্যমের সামনে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাসুম নিজেদের ব্যর্থতার গল্পটাই আরও একবার মনে করালেন। নাসুম বলেছেন, ‘আমাদের দ্বারা হয়নি। আমরা খারাপ খেলছি, এই আর কি। তবে চেষ্টা করেছি নিজের মতো। যেহেতু পেশাদার ক্রিকেটার, সব জায়গায় সবকিছুর সঙ্গে মানিয়ে নিতেই হবে। তো আমিও চেষ্টা করেছি।’
নিউজিল্যান্ড সফরে অন্তত একটি ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। নাসুম সেই পুরনো কথাই মনে করালেন আবার, ‘আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা অন্তত একটি ম্যাচ জিতবো। কিন্তু হয়নি। তারপরও আমরা চেষ্টা করেছি। আমি তো প্রথমেই বললাম, আমরা পারতাম, কিন্তু আমাদের দ্বারা হয় নাই।’
এ সময় নিউজিল্যান্ডে নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে দেশের উইকেটের ধরনকেই দুষলেন নাসুম, ‘আমাদের দেশের উইকেট আর ওখানের উইকেট পুরোপুরি আলাদা। এদিক দিয়ে একটু পিছিয়ে আছি। ওখানে পেসবান্ধব উইকেট ছিল। তার পরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার জন্য।’
Leave a Reply