নিজস্ব প্রতিনিধি: অন্যের দখলীয় পানি উন্নয়ন বোর্ডের জমিতে জোরপূর্বক ঘর বাঁধতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন জখম হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার থালনা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিলন সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মিলন সরকার থালনা গ্রামের বিকাশ সরকারের ছেলে।
আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার থালনা গ্রামের অনিল সরকারের ছেলে আশুতোষ সরকার (৫৫), তার ছেলে হাড়িভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুমন সরকার (১৭). শ্যামল সরকারের স্ত্রী মলিনা সরকার (৩০) ও অনিল সরকারের ছেলে অমল সরকার (৪৫)।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অমল সরকার জানান, পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গার একটি অংশে তারা দখল করেন। তাদের জমির পাশে একই গ্রামের হরিপদ সরকারের ছেলে বিকাশ সরকার কিছু খাস জায়গা দখল করেন। বিকাশ বর্তমানে তাদের দখলীয় জায়গায় জোরপূর্বক ঘর বাঁধার চেষ্টা করলে তারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড-২ এর সেকশান অফিসার খলিলুর রহমানকে অবহিত করেন। এরপরও শুক্রবার সকালে বিকাশ সরকার তার দু’ভাই সঞ্জয় সরকার, শঙ্কর সরকার ও দু’ ছেলে মিলন সরকার ও বিপ্লব সরকারসহ কদমদহ গ্রামের কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসীকে নিয়ে তাদের (অমল) দখলীয় জমিতে ঘর বাঁধতে আসে। বাধা দেওয়ায় তাকেসহ তার পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় আশুতোষ সরকার বাদি হয়ে মিলন বিকাশ সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনের নামে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মিলন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply