নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় করোনার মধ্যে পটলের হাট জমে উঠেছে। এখানে সরকারি আদেশ ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আবার এদের মধ্যে অনেকে মাস্ক ব্যবহার করেন না। মঙ্গলবার সকালে কলারোয়ার সোনাবাড়ীয়া পটলের হাটে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। বর্তমানে ওই হাটে পটলের কেজি প্রতি দর যাচ্ছে-২৮ টাকা। এই হাটে মিন্টু, সালাম, কামাল বিশ^াস, আবু হাসান, আকরাম, জহুরুল ইসলাম, আব্দুল্লাহ আড়ৎদারী করেন। তাদের ৭টি কাটার ম্যধ্যমে কৃষকরা পটল বিক্রয় করে থাকেন। এখান থেকে চিটাগাং, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বগুড়া ও সিলেটে ট্রাক ভর্তি পাটল যাচ্ছে। সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার দুই দিন হাট বসে এই সোনাবাড়ীয়ার আম বাগানে। প্রায় প্রতি হাটে ১ থেকে দেড় কোটি টাকার পটল বিক্রয় করে থাকেন এখানকার চাষীরা। ঠিক যখন করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ঠিক তখনি সোনাবাড়ীয়া পটলের হাটে সরকারী নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানা হচ্ছে না। এমনকি ওই হাটে মাস্ক ব্যবহার অনেক অংশে কমে গেছে। একই চিত্র লক্ষ করা গেছে কলারোয়ার কাজিরহাট পটলের হাটে।
Leave a Reply