৫ নারী পাবেন বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক


ন্যাশনাল ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এ বছর থেকে ৫ জন বাংলাদেশি নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদকে ভূষিত করা হবে।

সোমবার ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১’ প্রদান সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন বিষয়ক এক ভার্চ্যুয়াল সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন ক্ষেত্রে নারীর গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতির জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ প্রবর্তন করেছেন। পদকটি নারীদের জন্য ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য হবে।
পদকের জন্য মনোনীত নারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রতি বছর সর্বোচ্চ ৫ জন নারীকে এ পদক প্রদান করা হবে।
পদকপ্রাপ্ত নারীরা প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেটের চল্লিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক। এছাড়াও পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননা সনদ দেওয়া হবে।
রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন সেরা নারীদের মনোনয়ন দেওয়া হবে।
প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে এ পদক প্রদান করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *