নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা শ্যাল্যে গ্রামে ল্যাট্রিন হাউজ করাকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় আহত হয়েছে মনিরুল ইসলাম( ৪৮)নামে এক সংবাদ কর্মী। ঘটনাটি রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্যাল্যে গ্রামে ঘটে। আহত ব্যক্তি মনিরুল ইসলাম হলেন শাল্যে গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তার মাথায় জখম ও শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত মনিরুল জানান তার বসতভিটার মধ্যে লেট্রিনের হাউজ করছিলাম এসময় একই গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম ও তার পুত্র আবিদুর রহমান আমার উপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, শাবল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে মাথা ফাটিয়ে দেয়।পরিবার ও এলাকাবাসি আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে ভূক্তভোগী এ প্রতিবেদককে জানান। হামলার বিষয় শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
০১৭৩৪৪৬৮৫৬৯
Leave a Reply