শ্যামনগরের বসতি এলকায় নোনা পানির ঘের: বিপাকে মানুষ

শ্যামনগর ব্যুরো: নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামনগর সদরের বাদঘাটা এলকায় নোনা পানির ঘের করায় পাশের পুকুরে মাছ মরে সাবাড়। মরে যাচ্ছে গাছ গাছালী।
উপজেলার বাদঘাটা গ্রামের নূরু গাজীর ছেলে সাজাহান গাজী জনবসতি এলকায় নোনা পানি তুলে মাছের ঘের করায় নিকটস্থ আজিজ মাষ্ঠার সহ বিভিন্ন পুকুরে মাছ মরে গেছে, তাতে ৫০ হাজার টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ হয়েছে। মৃত মাছের মধ্যে রয়েছে গলদা, রুই, কাতলা, পুটি। বিগত ২০২০ সালেও একই ভাবে নোনা পানি তুলে ঘের করার কারনে লক্ষা ধিক টাকার মাছ মরে যায় ক্ষতি হয় গাছ গাছালীর। এবার ও নোনা পানি তুলে ঘের করার প্রস্ততিনিলে আঃ আজিজ মাষ্ঠার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন । উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পানি তুলতে নিশেধ করেন এবং শুনানীর তারিখ দেন। নিষেধাজ্ঞা অমান্য করে সাজাহান গাজী নোনা পানি তুলে ঘের করায় নিকটস্থ আজিজ মাষ্ঠারের পুকুরের চাষ কৃত গলদা চিংড়ি, রুই, কাতলা, পুটি মাছ মরে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয় এছাড়া নোনা পানির কারনে এলকায় নারকেল , কদবেল. আম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ মরে যাচ্ছে। এছাড়া নিকটস্থ আতিয়ার রহমানের পুকুরের মাছ ও গাছ গাছালী মরে যাচ্ছে। এব্যাপারে ক্ষতি গ্রস্থরা আইনগত ব্যবস্থা দাবীতে উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট অভিযোগ দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *